05/07/2025 বিশ্বকাপ ব্যর্থতার কারণ খুঁজতে বিসিবির কমিটি গঠিন
স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৩ ১২:৫৩
বাংলাদেশ দলের বিশ্বকাপ ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পরিচালক এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক করে গঠন করা এই কমিটির বাকি দুই সদস্য হলেন- মাহাবুবুল আলম ও সাবেক অধিনায়ক আকরাম খান। তারাও বিসিবির পরিচালকের দায়িত্বে রয়েছেন।
আজ বুধবার এক সাংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ।
বলা হয়েছে, কমিটির উদ্দেশ্য বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণগুলো যাচাই করা এবং সেই ফলাফল বোর্ডের কাছে পেশ করা।