05/07/2025 মুন্সীগঞ্জ-১(শ্রীনগর ও সিরাজদিখান)আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল
odhikar patra
৩০ নভেম্বর ২০২৩ ২০:৫৪
মুন্সীগঞ্জে ৩০ নভেম্বর ২০২৩ :
এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বানী আসন সংখ্যা ১৭১ মুন্সীগঞ্জ-১(শ্রীনগর ও সিরাজদিখান)আসন থেকে এমপি পদে নির্বাচন করার জন্য ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বিপুল উৎসাহ ও আনন্দঘন পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটওয়ারী। মুন্সীগঞ্জ-১(শ্রীনগর ও সিরাজদিখান)আসনে বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান এমপি বিকল্প ধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী। বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মহিউদ্দিন আহম্মেদ। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করেছেন ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির। এছাড়া জাতীয় পার্টি থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী প্রেসিডিয়াম সদস্য এ্যাডঃ সিরাজুল ইসলাম, তৃনমুল বিএনপি'র কো-চেয়ারম্যান অন্তরা হুদা, এনএনপি পার্টির প্রার্থী দোয়েল আক্তার মনোনয়ন পত্র দাখিল করেছেন।