05/07/2025 ০১ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ লিটন গ্রেপ্তার
odhikar patra
৩০ নভেম্বর ২০২৩ ২২:৫৪
রবিউল ইসলাম মিনাল :গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ইং ৩০ নভেম্বর ২০২৩ তারিখ রাত্রী-০৪.০০ সময় চর আমতলা খাসমহল নামক এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন-১কেজি ১০০ গ্রাম, নগদ-৪২,০০০/-টাকা, মোবাইল-০১টি, সীম-০১টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ লিটন (৪৪), পিতা-মৃত হোসেন আলী, সাং-চর আমতলা, ইউপি-চর আষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে র্যাব-৫,।
র্যাব-৫, সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, গোদাগাড়ী চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল গ্রাম¯’ মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৪৪), পিতা-মৃত হোসেন আলী এর নিজ বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই নৌকা যোগে নদী পেরিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৪৪), পিতা-মৃত হোসেন আলী এর বসত বাড়ীতে গোপনে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে ০১ জনকে হাতে নাতে ঘটনা¯’ল রুমের ভিতর আটক করে এবং অপর ০১জন ব্যক্তি পূর্ব দিকে ঝাঁড়-জঙ্গলের ভিতর দ্রুত গতিতে দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রয়েছে। পরবর্তীতে ধৃত আসামীর বসত বাড়ীর ভিতরে ঘর সংলগ্ন আঙিনায় থাকা খড়ের আটির স্ত‚পের ভিতর অভিনব কায়দায় লুকায়িত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে ।
উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।