05/07/2025 শ্রীনগরে শিক্ষকদের অংশ গ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামুল কর্মসুচী অনুষ্ঠিত
এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৮
এমএ কাইয়ুম মাইজভান্ডারী(মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ খাদ্য মন্ত্রনালয় মুন্সীগঞ্জের শ্রীনগরে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহনে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামুল কর্মসুচী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(৫ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ খাদ্য মন্ত্রনালয়, জেলা কার্য্যালয় মুন্সীগঞ্জের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় এই জনসচেতনামুল কর্মসুচী অনুষ্ঠিত হয়।
নিরাপদ খাদ্য অফিসার মুন্সীগঞ্জ মারুফা হক এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।