05/07/2025 বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে ডিম,আলু ও পেয়াঁজ
অনলাইন ডেস্ক
৮ ডিসেম্বর ২০২৩ ১০:৩১
নতুন আলু ও পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে, কিন্তু দাম এখনো বেশ চড়া। সঙ্গে বেড়েছে ডিমের দামও। রাজধানীর খুচরা বাজারগুলোতে এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। আলুর দাম কেজিতে পাঁচ টাকা এবং ফার্মের ডিম হালিতে পাঁচ টাকা ও ডজনে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। নতুন করে দাম বাড়ার জন্য চাহিদার তুলনায় বাজারে সরবরাহ সংকটের অজুহাত দিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, বাড্ডা, জোয়ারসাহারা ও শ্যামবাজার ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে আলু ও পেঁয়াজের আমদানি কমে যাওয়ার কারণে সরবরাহের কিছুটা সংকট তৈরি হয়েছে। এর ফলে এই দুটি পণ্যের দাম নতুন করে বেড়েছে। তবে সবজির দামে তেমন কোনো পরিবর্তন নেই, আগের সপ্তাহের দামই অপরিবর্তিত রয়েছে।