05/07/2025 পাবনায় দুটি পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক
শরিফুল ইসলাম (পাবনা প্রতিনিধি)
৮ ডিসেম্বর ২০২৩ ২০:১৬
শরিফুল ইসলাম (পাবনা প্রতিনিধি): পাবনা জেলা গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে দুইজন মাদক ব্যবসায়ী কে ১০০(একশত) বোতল ফেন্সিডিল এবং একজন মাদক ব্যবসায়ী কে ০১(এক) কেজি গাঁজা সহ গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পাবনা পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর নির্দেশনায় পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মাসুদ আলম এর সার্বিক তত্বাবধানে ডিবি পুলিশের ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন এর নেতৃত্বে গত ০৬ ডিসেম্বর ২০২৩ তারিখ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র)বেনু রায়, এএসআই(নিরস্ত্র)মোঃ রুহুল আমিন বিপিএম সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানার বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে দুই জন মাদক ব্যবসায়ী কে ১০০ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতার কৃত দুই মাদক ব্যবসায়ী হলোঃ- ১। মোঃ মাকছুদুর রহমান কিরন (২৩), পিতাঃ মোঃ মহিদুল ইসলাম মধু, গ্রাম -হোসেনাবাদ (কান্দিরপাড়া), থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়া, ২। মোঃ আবু সাঈদ (অজয় সরকার)(২৫), (নব মুসলিম), পিতাঃ দিনবন্ধু সরকার, গ্রাম -চক কৃষ্ণপুর, থানাঃ দৌলতপুর, জেলাঃ কুষ্টিয়া।
অন্যদিকে আরো একটি ডিবি পুলিশের টিমে এসআই(নিরস্ত্র)সাগর কুমার সাহা এএসআই(নিরস্ত্র)মোঃ জহুরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় পাবনা জেলার সদর থানার টেবুনিয়া সিট গোডাউন এলাকায় অভিযান পরিচানা করে একজন মাদক ব্যবসায়ীকে ১কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতার কৃত গাঁজা ব্যবসায়ী হলোঃ- ১। মোঃ ইমন হোসেন বাবু (৪৩), পিতাঃমৃতঃ দানেজ প্রাং, গ্রাম-রানীগ্রাম (টেবুনিয়া), থানাঃ পাবনা সদর, জেলাঃ পাবনা।
উল্লেখ্য আসামীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক পৃথক মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের ওসি মোঃ এমরান মাহমুদ তুহিন।