05/08/2025 আচরণবিধি লঙ্ঘন করায় খাদ্যমন্ত্রী সাধন মজুমদারকে শোকজ
অনলাইন ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৩ ২০:৫৭
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে জেলার নির্বাচন অনুসন্ধান কমিটি।
সোমবার দুপুরে নওগাঁ-১ আসনের জন্য নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও জয়পুরহাটের সহকারী জজ ইফতেখার শাহরিয়ার এ নোটিশ পাঠান।
আগামী ১৭ ডিসেম্বর বিকেল ৩টার সময় নির্বাচনি তদন্ত কমিটি নওগাঁ-১-এর অস্থায়ী কার্যালয় নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতের সাপাহার সিনিয়র সহকারী জজ আদালতের এজলাসে সশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে বলা হয়েছে।