05/08/2025 ১৮ ডিসেম্বর সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিল বিএনপি
অনলাইন ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩ ১৯:৩১
আগামী ১৮ ডিসেম্বর (সোমবার) দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। এ নিয়ে গত ২৮ অক্টোবরের পর চতুর্থ দফায় হরতালের কর্মসূচি দিল দলটি। এছাড়া ২৮ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ১১ দফায় ২২ দিন অবরোধের কর্মসূচি পালন করেছে বিএনপি।
আজ শনিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আরও বলেন, ‘বিএনপির পক্ষ থেকে ১৮ ডিসেম্বর সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ঘোষণা করছি। ’