05/07/2025 সাকিবের অনুপস্থিতিতে সৌম্যের ভূমিকা গুরুত্বপূর্ণ : শান্ত
স্পোর্টস ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩ ২০:২০
সাকিব আল হাসানের অনুপুস্তিতিতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিততে সৌম্য সরকারের কাছ থেকে গুরুত্বপূর্ন ভুমিকা আশা করছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোাসেন শান্ত।
আগামীকাল(আজ শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৪টায়) প্রথম ওয়ানডে দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করবে টাইগাররা।
বিশ্বকাপে আঙুলের ইনজুরিতে পড়ায় এই সিরিজ থেকে সাকিব ছিটকে যাওয়ায় দলে ফেরার পথ সহজ হয় সৌম্যর। ব্যাটিংয়ের পাশাপাশি সৌম্যর বোলিং নিউজিল্যান্ডের মাটিতে বড় অস্ত্র হিসেবে কাজ করবে বলেই বিশ্বাস করেন শান্ত।
আগামীকাল ডানেডিনে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে শান্ত বলেন, ‘অন্তত নিউজিল্যান্ডের মাটিতে সৌম্যর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে।’