05/09/2025 ২৮৩ আসনে ভোটে লড়বে জাতীয় পার্টি
অনলাইন ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩ ১৬:০৭
দ্বাদশ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। তাঁরা ২৮৩টি আসনে ভোটে লড়বেন বলেও জানিয়েছেন তিনি।
আজ রবিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির মহাসচিব। তিনি বলেন, কোনো চাপে পড়ে নির্বাচনে অংশগ্রহণ করছি না। আমরা স্বাধীনভাবে নির্বাচন করবো।
এক প্রশ্নের জবাবে চুন্নু বলেন, আমারা ২৮৩ আসনে নির্বাচন করবো। ওই আসনে কোন দলের কোন প্রার্থী আছে সেটি আমাদের দেখার বিষয় না। আমরা লড়ে যাবো, খেলে যাবো।