05/07/2025 সৌম্যর দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
স্পোর্টস ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৩ ০৯:৫৭
প্রথম ম্যাচে কোনও রান না করেই ফিরেছিলেন। তার ফর্ম নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। লম্বা সময় রানখরায় থাকা সেই সৌম্যই পথ দেখালেন বাংলাদেশকে। স্রোতের বিপরীতে একা লড়াই করে নেলসনে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি। তার ইনিংস শেষ হয় ১৬৯ রানে থেমে।
শতকে যেতে তার লেগেছে ১১৫ বল। ২০১৮ সালের পর ওয়ানডেতে এটাই তার প্রথম তিন অঙ্ক ছোঁয়া ইনিংস। সেই হিসেবে আরেকটি সেঞ্চুরি পেতে সৌম্যকে অপেক্ষা করতে হয়েছে পাঁচটি বছর।
বুধবার (২০ ডিসেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের চলমান ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য সরকারের দুর্দান্ত ১৬৯ রানে ভর করে কিউইদের বিপক্ষে ২৯১ রানের লড়াকু সংগ্রহ করে নাজমুল হাসান শান্তর দল। সৌম্যের ১৬৯ ও মুশফিকের ৪৬ বাদে কেউই বড় রান করতে পারেনি।