05/07/2025 রেলপথে নাশকতায় জড়িত সন্দেহে র্যাবের অভিযান : আটক ৯
অনলাইন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩ ০৯:১৫
ট্রেনে আগুন দেওয়ার ঘটনাসহ বিভিন্ন জায়গায় রেলপথে নাশকতার ঘটনায় জড়িত সন্দেহে ৯ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পযন্ত বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহায়তায় র্যাব-১-এর একটি দল অভিযানটি পরিচালনা করে। তবে তাৎক্ষণিকভাবে আটক ৯ জনের পরিচয় জানানো হয়নি।
অভিযান শেষে রাত সাড়ে ১২টার দিকে এক সংবাদ সম্মেলনে র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, মঙ্গলবার ভোরে ট্রেনে আগুনের ঘটনার পর রেলস্টেশনকেন্দ্রিক চিহ্নিত অপরাধীদের তালিকা ধরে সন্দেহভাজনদের আটকে অভিযানে নামে র্যাব। এরই ধারাবাহিকতায় ৯ জনকে আটক করা হয়েছে।
আটকরা কেউ সরাসরি নাশকতার সঙ্গে জড়িত কি না জানতে চাইলে এই র্যাব কর্মকর্তা বলেন, ‘তাদের অনেকের নামে মামলা আছে। আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করেছি।