05/08/2025 ফের দুই দিনের কর্মসূচি ঘোষণা করলো বিএনপি
অনলাইন ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩ ১৬:২৬
ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ফের ২ দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল রবিবার ও সোমবার এ কর্মসূচি পালন করবে দলটি।
শনিবার দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের পদত্যাগের একদফার আন্দোলন এখন ত্বরান্বিত হচ্ছে।
প্রতিটি মানুষ আমাদের কর্মসূচিতে সমর্থন দিচ্ছে। হাটে-মাঠে, খেতে-খামারে বাজারে-শপিংমলে জনগণকে আমরা লিফলেট দিয়েছি। তারা আমাদের কথা শুনেছেন এবং সমর্থন দিচ্ছেন।