05/08/2025 নির্বাচনের পর আওয়ামী লীগকে আগাছা মুক্ত করা হবে: পররাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৩ ১৭:০৬
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, প্রত্যেক নির্বাচনে একটা পক্ষ আছে, তারা নৌকার বিরোধিতা করে। তারা আবার নিজেদের আওয়ামী লীগ নেতা দাবি করেন। এবার সবাই এক জায়গায় হয়েছে। নৌকার বিরোধিতায় মাঠে নেমেছেন।
৭ জানুয়ারির নির্বাচনের পর সব আগাছা একসঙ্গে তুলে ফেলা হবে। আওয়ামী লীগকে আগাছা মুক্ত করা হবে।
রবিবার বিকেলে রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর এলাকার খোর্দ্দোবাউশা এলাকায় নির্বাচনি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।