05/07/2025 আবারও বৃদ্ধি পেল এলপিজি গ্যাসের দাম
অনলাইন ডেস্ক
২ জানুয়ারী ২০২৪ ১৯:০২
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বেড়েছে। জানুয়ারি মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বেড়ে এক হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
ডিসেম্বর মাসে এই দাম ছিল এক হাজার ৪০৪ টাকা। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।
আজ মঙ্গলবার বিইআরসি হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দর ঘোষণা করা হয়। বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১১৯ টাকা ৪০ পয়সা নির্ধারণ করেছে।