05/11/2025 প্রতিমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় এমপি জাহিদ ফারুককে বঙ্গবন্ধু পরিষদের অভিনন্দন
অনলাইন ডেস্ক
১১ জানুয়ারী ২০২৪ ১১:১৯
২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে বরিশাল-৫ আসন থেকে জনাব জাহিদ ফারুক জাতীয় সংসদ সদস্য নির্বাচিত বন। এরপর মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। তিনি অত্যন্ত সাফল্যের সাথে সেই দায়িত্ব পালন করেন।
এবারের নির্বাচনে তিনি পুনরায় নৌকা মার্কা নিয়ে একই আসন থেকে নির্বাচিত হয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী তাঁকে পুনরায় প্রতিমন্ত্রী হিসেবেও মনোনয়ন দিয়েছেন।
বঙ্গবন্ধু পরিষদের একজন শুভানুধ্যায়ীর এই পুনরায় বিজয় ও উপর্যুপরি প্রতিমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার জন্য বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সাংসদ ও মাননীয় প্রতিমন্ত্রী হিসেবে আমরা তাঁর সার্বিক সাফল্য কামনা করছি।