05/07/2025 এক বছরে সড়কে ৫ হাজার ২৪ জনের প্রাণহানি
অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৪ ১৮:০৭
২০২৩ সালে সারা দেশে পাঁচ হাজার ৪৯৫ সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)।
মঙ্গলবার রাজধানী বনানীতে বিআরটিএ ভবনে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।
বিআরটিএ চেয়ারম্যান জানান, ২০২৩ সালে মোট পাঁচ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হন পাঁচ হাজার ২৪ জন এবং আহত হন সাত হাজার ৪৯৫ জন।