05/07/2025 দুই বছরের জন্য নিষিদ্ধ হলেন নাসির
অনলাইন ডেস্ক
১৬ জানুয়ারী ২০২৪ ১৯:৫৯
আইসিসির দুর্নীতিদমন কোড ভেঙে দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নাসির হোসেন। গত বছরের সেপ্টেম্বরে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ এনেছিল আইসিসি। আর এবার দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে নাসিরকে।
আবুধাবির টি-টেন লিগে খেলতে গিয়ে আইসিসির সন্দেহে আসেন নাসির। আইসিসির নীতিমালার ২.৪.৩, ২.৪.৪ এবং ২.৪.৬ ধারা ভঙ্গ করেছেন নাসির। ৭৫০ ডলারের চেয়ে বেশি দামী কোনো উপহারের বিষয়ে আইসিসির দুর্নীতি দমনের কর্মকর্তার কাছে সেই বিষয়ের বিস্তারিত রশিদ জমা দেওয়ার নিয়ম আছে। যা ঠিকভাবে পালন করতে পারেননি নাসির। যার ফলে এবার তাকে সাজা দিয়েছে আইসিসি।
দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নাসিরকে, যেখানে আছে ছয় মাসের স্থগিত সাজা। অর্থাৎ নিষেধাজ্ঞার সময়ে আইসিসির নিয়ম, নীতিমালা সঠিকভাবে পালন করলে ছয় মাসেই মুক্তি মিলবে নাসিরের। সেই হিসাবে আগামী ২০২৪ সালের ৭ এপ্রিল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারবেন নাসির।