05/07/2025 বড় পরাজয়ে যুব বিশ্বকাপ শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারী ২০২৪ ২৩:৩৬
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে হারের স্বাদ পেল বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে আজ ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা ভারতীয় দল আদর্শ ও স্মরণের ফিফটি পেরোনো ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ২৫১ রানের সংগ্রহ তোলে। বাংলাদেশের পক্ষে পেসার মারুফ মৃধা ৫ উইকেট নিয়েছেন।
জবাবে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় খুব বেশি প্রতিরোধ গড়তে পারেনি লাল সবুজের দল। ফলে ১৬৭ রানে শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস, পরাজয়ে ব্যবধানটা ৮৪ রানের।