05/07/2025 চোখের সমস্যায় বিপিএল ছেড়ে সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব
স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারী ২০২৪ ২৩:৪৫
চোখের সমস্যার কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ছেড়ে যেতে হচ্ছে সাকিব আল হাসানকে। রংপুর রাইডার্সের হয়ে একটি ম্যাচ খেলা সাকিব এখনও ভুগছেন পুরনো সমস্যায়। অসুখ সারানোর উদ্দেশে এবার তাকে যেতে হচ্ছে দেশের বাইরে।
চোখের সমস্যার কারণে সাকিবের দেশের বাইরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির এক সূত্র। সূত্র জানায়, সাকিবকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। সেখানে ডাক্তার দেখানর পর জানা যাবে কবে মাঠে ফিরবেন তিনি। তাই বিপিএলের এবারের আসরে সাকিবের আর খেলা হবে কি না, তা নিয়েও আছে ধোঁয়াশা।
বিসিবির পাশাপাশি সাকিবের সিঙ্গাপুর যাওয়ার খবর নিশ্চিত করেছে তার দল রংপুর রাইডার্স। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই সাকিব মাঠে ফিরবেন। চিকিৎসক চোখের অবস্থা পর্যবেক্ষণ করে সাকিবকে বিপিএল খেলতে বললে আবারো রংপুরের জার্সিতে দেখা যেতে পারে তাকে।
সূত্র: বিডিক্রিকটাইম