05/07/2025 রাঢ়ীখালে দীর্ঘদিনের বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
এমএ কাইয়ুম মাইজভান্ডারী,শ্রীনগর(মুন্সীগঞ্জ) প্রতিনিধি
২৬ জানুয়ারী ২০২৪ ১৯:২৮
এমএ কাইয়ুম মাইজভান্ডারী (মুন্সিগঞ্জের) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে জনচলাচলের একটি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ক্ষুব্ধ এলাকাবাসী।
শুক্রবার সকালে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের উত্তর বালাশুরে এলাকাবাসীর উদ্যোগে জমিদার বাড়ীর পুকুর পাড়ের সড়কে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দু'শতাধিক মানুষের অংশ গ্রহণে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী জানান, উত্তর বালাসুর-নতুন বাজারের একমাত্র চলাচলের সড়কটি তিন বছর যাবৎ বেহাল অবস্থায় পড়ে আছে। সম্প্রতি বালাসুর চৌরাস্তার বালাশুর নতুন বাজারমুখী কিছু অংশ ও নতুন বাজারের ভিতরের কিছু অংশ ঢালাইয়ের কাজ হলেও বাকি প্রায় কয়েক কিলোমিটার রাস্তা যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কটি দিয়ে প্রতিদিন ভাগ্যকূল ও রাঢ়ীখাল ইউনিয়নের নাগরনন্দী, কামারগাঁও, জগন্নাথপট্রি, টেটামারা, বানিয়াবাড়ি, বাঘাডাঙ্গা, নতুন বাজার, কাশেমনগর গ্রামের বাসিন্দারা চলাচল করেন। সড়কটির পাশে রয়েছে পর্যটন কেন্দ্র জমিদার যদুনাথ রায়ের বাড়ির বিক্রমপুর যাদুঘর, একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জেলার একমাত্র সরকারি (শিশু পরিবার) এতিমখানা। স্থানীয় বাসিন্দা বলরাম বাহাদুর বলেন, কর্তৃপক্ষ রাস্তাটি চার ফুট প্রশস্তকরন ও সংস্কার উন্নয়নের জন্য বিগত ২০২০ সালে ৪ঠা মার্চ মেসার্স খোকন লেদারস ও ২০২১ সালে ৭ই নভেম্বর মেসার্স মিজান এন্ড ব্রাদার্সকে কার্যাদেশ দিলে ভালো রাস্তাটি কিছু দিন খোড়াখুড়ি করে রাস্তাটির অবস্থা আরো বেহালদশায় ফেলে রাখে। এ রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ চলাচল করে। যা এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে এই সকল খানা-খন্দে পানি জমে প্রতিদিন দুর্ঘটনা ঘটবে। এ সময়
মানববন্ধনে উপস্থিত উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা শাহ জামাল বাছার বলেন, রাস্তাটি দ্রুত সংস্কার হলে প্রায় বিশ হাজার মানুষের ভোগান্তি দূর হবে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, শাহ জামাল বাছার, বলরাম বাহাদুর, আবুল কালাম সিকদার, আব্দুল খালেক মোল্লা, খোকন বেপারী, মো: রাজু শেখ, বাপ্পি মোল্লা, শাহাদাত হোসেন আকাশ প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মহিফুল ইসলাম বলেন, এক্সচেঞ্জ স্যার বলেছেন বর্তমান টেন্ডার বাতিল করে রি-টেন্ডারের দ্রুত প্রস্তুতি চলছে ।