05/07/2025 জয়ে ফিরলো বরিশাল, টানা পাঁচ ম্যাচ হার সিলেটের
স্পোর্টস ডেস্ক
৩০ জানুয়ারী ২০২৪ ২২:৫২
সিলেট স্ট্রাইকার্সকে ৪৯ রানে হারাল ফরচুন বরিশাল। মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে তামিম ইকবালের দল।বরিশালের হয়ে ফিফটির দেখা পান শেহজাদ ও মাহমুদউল্লাহ।
জবাব দিতে রান তাড়ায় নেমে সুবিধা করতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। নেমে ১৩৭ রানে অলআউট হয়ে গেছে সিলেট। এতে টানা পাঁচ ম্যাচ হারলো মাশরাফি বিন মর্তুজার দল।
আর টানা ৩ ম্যাচ হারের পর দ্বিতীয় জয়ের দেখা পেল তামিম ইকবালের বরিশাল। বরিশালের হয়ে ৪টি উইকেট নেন মোহাম্মদ ইমরান। এ ছাড়া দুটি করে উইকেট পান মেহেদী হাসান মিরাজ ও খালেদ আহমেদ।