05/10/2025 গাজা উপত্যকায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৭৫০০ ছুঁই ছুঁই
অনলাইন ডেস্ক
৫ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৪
গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি আক্রমণে গত ২৪ ঘণ্টায় অন্তত ১১৩ ফিলিস্তিনি নিহত এবং ২০৫ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৭৮ জনে, যার অধিকাংশই নারী এবং শিশু। পাশাপাশি এ সময়ে আহত হয়েছে আরো ৬৬ হাজার ৮৩৫ জন। ওই অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এসব তথ্য জানিয়েছে।
এ ছাড়া মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না।
এদিকে জাতিসংঘের মতে, ইসরায়েলি আক্রমণের ফলে গাজার ৮৫ শতাংশ বাসিন্দা খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
সূত্র : আনাদোলু এজেন্সি