05/07/2025 তিন ফরম্যাটে বাংলাদেশের অধিনায়কত্ব পেলেন শান্ত
স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০১
বহুদিন ধরেই নতুন অধিনায়কের খোঁজে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার পাকাপাকিভাবে খুঁজে পাওয়া গেল অধিনায়ক। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপের পর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। যার ফলে সাকিবের অনুপস্থিতিতে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, এওয়ে সিরিজে বাংলাদেশের অধিনায়কের দায়িত্বে ছিলেন শান্ত। তার অধীনে সিলেট টেস্টে জেতার পর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে ঐতিহাসিক দুইটি জয় পেয়েছে বাংলাদেশ। এবার পূর্ণ মেয়াদে শান্তর কাঁধে উঠতে যাচ্ছে জাতীয় দলের অধিনায়কের দায়িত্বটা। ১ বছরের জন্য শান্তকে অধিনায়ক করা হয়েছে। বোর্ড মিটিং শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।