05/10/2025 ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহরের দখল নিতে যাচ্ছে রুশ বাহিনী : সতর্ক যুক্তরাষ্ট্রের
অনলাইন ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৪
ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আভদিভকা রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দুই বছর ধরে চলা এই যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে যেসব জায়গায় দুই পক্ষের মধ্যে তীব্র লড়াই হয়েছে, সেগুলোর একটি এই শহর।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছেন, ‘আভদিভকা রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।’ ইউক্রেনের গোলাবারুদের ঘাটতির কথা তুলে ধরে এসব কথা বলেন তিনি।
রুশ সেনারা আভদিভকা লড়াইয়ে অগ্রগতি পেয়েছে। তারা শহরটি ঘিরে ফেলার মতো অবস্থায় পৌঁছে গেছে। এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘যত বেশি সম্ভব ইউক্রেনিয়ানদের প্রাণ বাঁচানোর’ জন্য যা যা করা দরকার, তার সবই করার অঙ্গীকার করেছেন।