05/07/2025 গেইলকে টপকে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়লেন বাবর
স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৬
ক্রিস গেইলকে টপকে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর আজম। পিএসএলে আজ করাচি কিংসের বিপক্ষে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে এ মাইলফলকে পৌঁছান পাকিস্তানের সাবেক অধিনায়ক।
সব মিলিয়ে টি-টোয়েন্টিতে ১৩তম ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বাবর। এ ক্ষেত্রে শোয়েব মালিকের পর দ্বিতীয় পাকিস্তানি তিনি।
২০১২ সালে পাকিস্তান টি-টোয়েন্টি কাপে লাহোরের হয়ে ফয়সালাবাদের বিপক্ষে এ সংস্করণে অভিষেক হয়েছিল বাবরের। প্রথম ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের সুযোগই পাননি। ২৭১তম ইনিংসে এসে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়ে ফেললেন তিনি। গেইলের লেগেছিল ২৮৫ ইনিংস।