05/07/2025 রংপুরকে হারিয়ে বিপিএলের ফাইনালে বরিশাল
স্পোর্টস ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:১৭
১৫০ রানের লক্ষ্যটা যে মোটেও চ্যালেঞ্জিং ছিল না সেটা পরিষ্কার হতে সময় লাগেনি। ৬ উইকেট ও ৯ বল হাতে রেখে রংপুরের বিপক্ষে জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল। বিপিএলের দশম আসরে এটি তাদের চতুর্থ ফাইনাল। ফরচুনের ফ্র্যাঞ্চাইজিতে দ্বিতীয়।
আজ বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আগে ব্যাট করে শামীম পাটোয়ারির ২৪ বলে অপরাজিত ৫৯ রানের বিধ্বংসী ইনিংসের পরও বড় লক্ষ্য গড়তে ব্যর্থ হয় রংপুর। ব্যাটারদের এনে দেওয়া পুঁজিতে লড়াই জমাতে পারেননি রংপুরের বোলাররা। ফাইনালে ওঠার দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি দলটি। বরিশাল ম্যাচ জিতে আগামী ১ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে।