05/06/2025 শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
১৮ মার্চ ২০২৪ ২৩:৩২
১৮ মার্চ, ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : সফরররত শ্রীলংকা দলের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন মুখ হিসেবে দলে সুযোগ পেয়েছেন পেসার নাহিদ রানা।
২০২১ সালে প্রথম শ্রেনীর ক্রিকেটে অভিষেক হওয়ার পর এ পর্যন্ত ১৫ ম্যাচে ৬৩ উইকেট শিকার করেছেন রানা। এ ছাড়া দলে ফিরেছেন সর্বশেষ টেস্ট সিরিজ মিস করা লিটন কুমার দাস।
শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মোমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।