05/06/2025 আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লো হায়দরাবাদ
স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৪ ২২:১৪
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসর চলছে। চলতি আসরের অষ্টম ম্যাচেই রানের রেকর্ড গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ।হায়দরাবাদ আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ২৭৭ রানের পাহাড় গড়ে হায়দরাবাদ।
আইপিএলের ইতিহাসে এতদিন ২৬৩ দলীয় সর্বোচ্চ ২৬৩ রানের রেকর্ড ছিল বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দখলে।
২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্রিস গেইলের ৬৬ বলে ১৭টি ছক্কা আর ১৩টি চারের সাহায্যে আইপিএল ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৭ রানের ইনিংস খেলার ম্যাচে এই রেকর্ড গড়েছিল বেঙ্গালুরু।
২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ক্রিস গেইলের ৬৬ বলে ১৭টি ছক্কা আর ১৩টি চারের সাহায্যে আইপিএল ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ ১৭৭ রানের ইনিংস খেলার ম্যাচে এই রেকর্ড গড়েছিল বেঙ্গালুরু।