05/05/2025 মা ও শিশুর যত্ন যেভাবে নিবেন।
Mahbubur Rohman Polash
২৪ ডিসেম্বর ২০১৭ ১০:০৪
মা ও শিশুর বিদ্যালয় পূর্ব বয়স পর্যন্ত প্রদেয় উন্নয়নমূলক, প্রতিরোধমূলক, আরোগ্য সহায়ক এবং পুনর্বাসন মূলক স্বাস্থ্য সেবাকে মা ও শিশু স্বাস্থ্য সেবা বলে।
শিশু স্বাস্থ্যঃ-
জীবনের হুমকি থেকে বাঁচাতে শিশুদের রোগের টিকা প্রদান;
কৃমির টিকা ও ভিটামিন-এ খাওয়া;
সব বয়সী শিশুদের জন্য পুষ্টিকর খাবার;
৫ বছরের কম বয়সী শিশুদের নিয়মিত বৃদ্ধি নিরীক্ষণ;
মাতৃ স্বাস্থ্যঃ-
১৫-৪৫ বছরের মধ্যে প্রত্যেক নারীকে টিটেনাসের টিকা নিতে উদ্বুদ্ধ করা;
গর্ভবতী মহিলার জন্য অতিরিক্ত খাদ্য নিশ্চিত;
সন্তান প্রসবকালীন চিকিৎসা সম্পর্কে জানানো ও সুবিধা গ্রহণ;
সন্তানের জন্মের প্রসবের পর মা ও শিশুর যত্ন;
সন্তান জন্মের সময় আসন্ন বিপদ সংক্রান্ত উপদেশ;
জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের সুবিধা ও অনুপ্রাণিত করা;