05/06/2025 বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের শক্তিশালী দল ঘোষণা
অনলাইন ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪ ১৯:১৬
২৪ এপ্রিল ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : আসন্ন বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষনা করেছে জিম্বাবুয়ের ক্রিকেট (জেডসি)।
প্রথমবারের মত জিম্বাবুয়ে দলে সুযোগ পেয়েছেন দেশটির সাবেক অধিনায়ক অ্যালিষ্টার ক্যাম্পেবেলের ছেলে জোনাথন ক্যাম্পবেল। লেগ-স্পিনার অলরাউন্ডার হিসেবে সুনাম কুড়িয়েছেন ২৬ বছর বয়সী জোনাথন।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল : সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, জোনাথন ক্যাম্পবেল, ক্রেগ আরভিন, জয়লর্ড গাম্বি, লুক জঙ্গি, ক্লাইভ মাদান্দে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, এইন্সলি এন্দলোভু, রিচার্ড এনগারাভা ও সিন উইলিয়ামস।