05/06/2025 জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম লক্ষ্য সিরিজ জেতা : নাজমুল হোসেন শান্ত
স্পোর্টস ডেস্ক
২ মে ২০২৪ ২১:০৮
২ মে ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজকে বেছে নেওয়া হলেও, দল নিয়ে কোন পরীক্ষা-নিরীক্ষা করা হবে না বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ চট্টগ্রামে শান্ত বলেন, ‘দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। ফলে এই সিরিজটি আমাদের প্রস্তুতির মঞ্চ। গুরুত্বপূর্ণ হল, আমরা কিভাবে নিজেদের প্রস্তুত করবো এবং কিভাবে আমরা নিজেদের আত্মবিশ্বাসী করে তুলবো।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের প্রস্তুতি আমাদের চিন্তায় থাকবে, পাশাাশি আমরা এই সিরিজ জিততে চাই এবং আমাদের প্রথম লক্ষ্য এটাই।