05/06/2025 প্রায় এক বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে সাকিব
স্পোর্টস ডেস্ক
৮ মে ২০২৪ ২৩:০৭
৮ মে ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : প্রায় এক বছর পর বাংলাদেশ টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচের জন্য সাকিবকে দলে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।
২০২৩ সালের জুলাইয়ে সিলেটে আফগানিস্তানের বিপক্ষে নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিব। সে সময় দলের অধিনায়ক তিনি। কিন্তু চোখের সমস্যা এবং আঙ্গুলের ইনজুরির কারনে গত বছরের অক্টোবর-নভেম্বরে হওয়া ওয়ানডে বিশ্বকাপের পর বেশ কিছু সিরিজে দলের বাইরে ছিলেন সাকিব।
এ বছর সাকিবের পরিবর্তে সব ফরম্যাটেই বাংলাদেশের অধিনায়ক করা হয় নাজমুল হোসেন শান্তকে।