05/06/2025 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
১৭ মে ২০২৪ ২০:৫০
১৭ মে ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। গতকাল বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
২৭ মে থেকে ১ জুন যুক্তরাষ্ট্র এবং ত্রিনিদাদ ও টোবাগোর দু’টি মাঠে ১৬টি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
২৮ মে টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। ১ জুন ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচের ভেন্যু ও সময় জানায়নি আইসিসি। তবে ম্যাচটি যুক্তরাষ্ট্রেই হবে।
যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তুতি ম্যাচের আগে একই দলের বিপক্ষে ২১, ২৩ ও ২৫ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।