05/06/2025 ঘূর্ণিঝড় রিমালের তান্ডব : বরগুনার ২০টি গ্রাম জলোচ্ছ্বাসে প্লাবিত
অনলাইন ডেস্ক
২৭ মে ২০২৪ ১৮:২৮
২৭ মে, ২০২৪ (অনলাইন ডেস্ক): ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে বরগুনা জেলার পায়রা ও বিষখালী নদীর তীরবর্তী ২০টি গ্রাম ৫ থেকে ৭ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে।
বরগুনার এক সংবাদদাতা আজ সোমবার সকাল ১০টা ১৫ মিনিটে টেলিফোনে জানান- ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল থেকে জেলায় বিদ্যুৎ নেই, তাই ইন্টারনেট নেই, মানুষজনের সেলফোনের চার্জও শেষ হওয়ার দিকে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে জেলার পায়রা ও বিষখালী নদীর তীরবর্তী ২০টি গ্রাম ৫ থেকে ৭ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হয়েছে। এছাড়া বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী ও বেতাগী উপজেলায় ২ হাজারেরও বেশি গাছপালা উপড়ে পড়েছে এবং শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।