05/05/2025 সুন্দরবনে ৯৬টি হরিণসহ ১০০ প্রাণীর মরদেহ উদ্ধার : বন বিভাগ
অনলাইন ডেস্ক
৩০ মে ২০২৪ ২১:৫৯
অতি প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে সুন্দরবনে বন্যপ্রাণীর মরদেহের সংখ্যা বেড়েই চলেছে। গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন নদ-নদী ও চর থেকে ১০০টি বন্যপ্রাণীর মরদেহ উদ্ধার করেছেন বনরক্ষীরা।
উদ্ধার করা মৃত এসব বন্যপ্রাণীর মধ্যে রয়েছে ৯৬টি হরিণ ও ৪টি বন্য শূকর রয়েছে। উদ্ধার করা এসব বন্যপ্রাণীর মরদেহ ম্যানগ্রোভ এই বনের মধ্যে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে।
আজ সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে বন বিভাগ।