05/06/2025 টানা চতুর্থ শিরোপা জয় বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
৩ জুন ২০২৪ ২০:১৯
বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে টানা চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। আজ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে হওয়া ফাইনালে নেপালকে ৪৫-৩১ পয়েন্টে হারিয়েছে স্বাগতিকরা।
মিরপুর ইনডোর স্টেডিয়াম এদিন কানায় কানায় পরিপূর্ণ ছিল। তাদের উচ্ছ্বাসে ভাসিয়ে বাংলাদেশ ম্যাচ জিতেছে দাপটের সঙ্গে। প্রথমার্ধে একটি লোনাসহ ২৪-১০ পয়েন্টে এগিয়ে ছিলেন আরদুজ্জামানরা। দ্বিতীয়ার্ধে নেপাল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করলেও শেষ পর্যন্ত স্বাগতিকদের দৃঢ়তার সামনে হার মানতে হয়েছে তাদের।
ফাইনালের ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক আরদুজ্জামান। যিনি এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক কাবাডি থেকে অবসরে গেছেন।