05/06/2025 পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
৪ জুন ২০২৪ ১৩:৪৯
৪ জুন ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : ক্লাব ফুটবলের বহুল আলোচিত ট্রান্সফার শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। সোমবার পিএসজি থেকে পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে, চুক্তি শেষে এমবাপ্পে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করেছেন।
রিয়াল তাদের ওয়েবসাইটে বলা হয়েছে,‘বিশ্বের অন্যতম মহাতারকাকে দলে ভিড়িয়ে রিয়াল তাদের দল শক্তিশালী করেছে। আগামী পাঁচ বছরের জন্য এমবাপ্পের সাথে রিয়াল মাদ্রিদের চুক্তির সমঝোতা হয়েছে।’
এই ঘোষনা বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ডের সাথে রিয়ালের দীর্ঘ সম্পর্কের চূড়ান্ত পরিণতি।
সূত্র: এএফপি