05/06/2025 আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওয়ার্নারের অবসর ঘোষণা
স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০২৪ ২১:০১
২৫ জুন ২০২৪ (স্পোর্ট ডেস্ক) : টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের সুপার এইট থেকে দল বিদায় নেওয়ার পরই ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষনা দিলেন অস্ট্রেলিয়া ওপেনার ডেভিড ওয়ার্নার।
৩৭ বছর বয়সী ওয়ার্নার অবশ্য যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের ইতি টানার ঘোষনা আগেই দিয়ে রেখেছিলেন। তবে তার বিদায়টা যে এভাবে হবে, সেটি হয়তো ভাবেননি তিনি। ২০০৯ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিন ফরম্যাটে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে যান ওয়ার্নার।
তিন ফরম্যাটে অস্ট্রেলিয়ার সেরা খেলোয়াড়ের তকমা নিয়েই বিদায় নিয়েছেন ওয়ার্নার। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে ১১০ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ তিন হাজার ২৭৭ রান করেছেন ওয়ার্নার।