05/06/2025 সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহণ
আহসানুল ইসলাম আমিন
২ জুলাই ২০২৪ ২১:১৩
প্রধান প্রতিবেদক :
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১ জুলাই) সকাল ১১টায় ঢাকা বিভাগীয় কার্যালয়ে বিভাগীয়ও কমিশনার মো. সাবিরুল ইসলাম ঢাকা বিভাগের সিরাজদিখান উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. আওলাদ হোসেন মৃধা, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ মোশারফ হোসেন (সুমন) ও মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার-কে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ শেষে মো. আওলাদ হাসেন মৃধা উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, আমি সিরাজদিখান বাসীর কাছে চিরকতজ্ঞ। তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করেছেন এবং উন্নয়নে ও জনসেবায় কাজ করার জন্য পবিত্র দায়িত্ব দিয়েছেন। স্মার্ট সিরাজদিখান উপজেলা গড়ে তুলতে ও জনকল্যাণে নিজেকে বিলিয়ে দিতে চান বলেও জানান তিনি। উল্লেখ্য, গত ২৯ মে বুধবার তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. আওলাদ হোসেন মৃধা আনারস প্রতীক নিয়ে ৪৬ হাজার ১০৯ ভোট পেয়ে জয়লাভ করেন। তিনি সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ।
সংশ্লিষ্টসূত্রে জানায়ায় , সিরাজদিখান উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকে মঈনুল হাসান নাহিদ ৪২ হাজার ১৮ ভোট ভোট পান। কাপ পিরিচ প্রতীকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক পান ২৫ হাজার ৬৩০ ভোট, আব্দুল্লাহ আল জাদীদ দোয়াত কলম প্রতীক ২৬৪ ভোট এবং সমরেশ নাথ ঘোড়া প্রতীকে পান ৪২০ ভোট।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে ৯ জন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দীতা করে মাইক প্রতীক নিয়ে মোশারফ হোসেন (সুমন) ২৩ হাজার ৯০৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, একে এম আবুল কাশেম ২০ হাজার ২৮৫ ভোট পান । অন্য ৮ প্রার্থীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য এস এম শাহাদাত হোসেন উড়োজাহাজ প্রতীক নিয়ে ১৫ হাজার ৩৭৬ ভোট, কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শামীম শিকদার টিউবওয়েল প্রতীক নিয়ে ১৪ হাজার ১০১৮ ভোট, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ওমর আলী তালা প্রতীকে ৯ হাজর ৫৮৯ ভোট, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুন হোসেন বৈদ্যুতিক বাল্ব প্রতীকে ৮ হাজার ৪৮৬ ভোট, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম (বাবুল) পালকি প্রতীকে ৬ হাজার ২৫৯ ভোট, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক রাসেল মুন্সী বই প্রতীকে ৫ হাজার ৯৭৫ ভোট, উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ মনির হোসেন মিলন গ্যাস সিলিন্ডার প্রতীক নিয়ে ৪ হাজার ৩২৯ ভোট, উপজেলা যুবলীগ সদস্য আরাফাত শেখ রাসেল (টিয়া পাখি) প্রতীকে ২ হাজার ৪৭১ ভোট পান। উল্লেক্ষ্য মুহাম্মদ মোশারফ হোসেন (সুমন) সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক, তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক , এছাড়াও তিনি উপজালা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়কের দায়িত্ব পালন করেছেন ।
এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর সাথে প্রতিদ্বন্দীতা করে ফুটবল প্রতীকে তাহমিনা আক্তার ৪০ হাজার ৬৯৮ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেলাই মেশিন প্রতীকে মিসেস আয়শা আক্তার পেয়েছেন ৩৭ হাজার ৪২৪ ভোট। অন্য ৩ প্রার্থীদের মধ্যে হাঁস প্রতীকে আখি শাহীন ১৭ হাজার ৫৪০ ভোট, কলস প্রতীকে ফারহানা আক্তার (লিজা) ৬ হাজার ২০১ ভোট , বৈদ্যুতিক পাখা প্রতীকে লুৎফুন নাহার নিয়ে পেয়েছেন ৯ হাজার ৭৭২ ভোট।
নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৪৫ দশমিক ৯০ শতাংশ। নির্বাচনে ১লাখ ১৮ হাজার ৭১২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে ৪হাজার ১৯০ ভীট বাতিল হয়ে গেছে। তাই বৈধ ভোটের সংখ্যা ১লাখ ১৪ হাজার ৫২২। বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে শুরু হয়ে টানা বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ৯৬ কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শান্তির্পূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার পর প্রিজাইডিং অফিসারগণ ফলাফল নিয়ে আসেন কন্ট্রোল রুম সিরাজদিখান উপজেলা কমপ্লেক্সের অডিটরিয়ামে। রাত সাড়ে ১০ টার দিকে বেসরকারিভাবে নির্বাচনের প্রাপ্ত ফল ঘোষণা করা হয়।