05/06/2025 সিলেটে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি
অনলাইন ডেস্ক
৫ জুলাই ২০২৪ ২২:৫৩
৫ জুলাই, ২০২৪ (অনলাইন ডেস্ক) : সিলেটে নদ নদীর পানি কমতে থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ৩দিন বৃষ্টিপাত তুলনামূলকভাবে কিছুটা কমলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও একটি পয়েন্ট ছাড়া সবগুলো পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, সুরমা ও কুশিয়ারা নদীর ৫টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যে সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে ৬৪ সেন্টিমটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা আগের দিন ৭১ সে.মি. ছিলো।