05/05/2025 নাচের পারফরমেন্স নিয়ে ব্যাংককে মাহিয়া মাহি
Mahbubur Rohman Polash
১৯ জানুয়ারী ২০১৮ ২০:৩৮
আন্তর্জাতিক ডেক্সঃ ঢাকাই ছবির ব্যস্ত নায়িকা মাহিয়া মাহি। বিভিন্ন সিনেমায় এ যাবৎ অনেকবারই নেচেছেন এই জনপ্রিয় তারকা।
সেসব নাচ প্রশংসিতও হয়েছে দারুণভাবে। এবার এ অভিনেত্রী অনুষ্ঠিতব্য একটি সংগীত প্রতিভা অন্বেষণমূলক রিয়ালিটি শো-তে তার নাচের পারফরমেন্স নিয়ে হাজির হচ্ছেন ব্যাংককে ।
আগামী ২১শে জানুয়ারি ‘ফিজআপ-চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১৭’ নামের বাংলাদেশেরই এই রিয়ালিটি শো-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে।
এই আয়োজনে একটি নাচের পারফরমেন্সে অংশ নিতে ব্যাংককে যাচ্ছেন মাহি।
এ প্রসঙ্গে মাহি বলেন, এ আয়োজনটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ব্যাংককের পাতায়া সমুদ্র সৈকতে।