05/06/2025 যুবদলের দুই নেতাকে বহিষ্কার
odhikarpatra
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৭
কুড়িগ্রাম ৬ সেপ্টেম্বর ২০২৪ : কুড়িগ্রামে দুই যুবদল নেতাকে বহিষ্কার কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. নুর জামাল হক ও সদস্য সচিব মো. আতিকুর রহমান লেবুকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে যুবদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতাদের কর্মকাণ্ডের জন্য দল দায়ী থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।