05/05/2025 হাতীবান্ধায় নারীদের স্বাক্ষরতা অর্জনে ‘আউশ শিক্ষালয়’ চালু
Mahbubur Rohman Polash
২২ জানুয়ারী ২০১৮ ২২:১০
হাসান মাহমুদ(লালমনিরহাট প্রতিনিধি): লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় (আউশ) নামের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা নারীদের স্বাক্ষরতার এগিয়ে নিতে ‘সবার জন্য শিক্ষা প্রয়োজন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নারী শিক্ষা কেন্দ্র চালু করেছে। ওই শিক্ষা কেন্দ্রের নাম দেয়ো হয়েছে ‘আউশ শিক্ষালয়’।
সোমবার দুপুরে উপজেলার গড্ডিমারী তালেব মোড় এলাকায় ওই ‘আউশ শিক্ষালয়’এর উদ্বোধন করেন আর্দশ উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম।
প্রধান শিক্ষক সুলাতান আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গড্ডিমারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম,গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খোরশেদ আলম প্রমুখ।
আর্দশ উন্নয়ন সংস্থার নিবার্হী পরিচালক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম জানান, নারীদের স্বাক্ষরতা অর্জনের জন্য ‘আউশ’ নিজেস্ব অর্থায়নে হাতীবান্ধা উপজেলায় ১২ টি কেন্দ্রের মাধ্যমে নারীদের স্বাক্ষর জ্ঞান প্রদান করবে। প্রতি কেন্দ্রে ছয় মাস অন্তর অন্তর ৩০জন করে নারী ওই স্বাক্ষর জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।এতে করে ‘আউশ শিক্ষালয়’এর মাধ্যমে প্রতি বছর উপজেলার ৭২০জন নিরক্ষর নারী স্বাক্ষর জ্ঞান অর্জন করবেন।