05/05/2025 ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ পেলেন বলিউড তারকা শাহরুখ খান।
Mahbubur Rohman Polash
২৩ জানুয়ারী ২০১৮ ২২:৩৫
আন্তর্জাতিক ডেস্ক:সম্প্রতি মানবসেবায় অবদানের জন্য ২০১৮ সালের বিশ্ব অর্থনীতি ফোরাম সম্মেলনে ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ পেয়েছেন বলিউড তারকা শাহরুখ খান।
সোমবার পুরস্কার পাওয়ার পর টুইটারে শাহরুখ লিখেছেন, ‘২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ড গ্রহণ করতে পেরে আমি সম্মানিত।’ এবার শাহরুখের সঙ্গে এই আয়োজনে আরও সম্মানিত হয়েছেন ব্রিটিশ গায়ক এলটন জন ও অস্ট্রেলিয়ার অভিনেত্রী কেট ব্ল্যানচেট। ভারতে নারী ও শিশুদের অধিকার আদায়ের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শাহরুখ খানকে এই পুরস্কার দেওয়া হয়।
বোন শেহনাজ লালারুখ খান, স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে বিশেষ ধন্যবাদ জানানিয়ে পুরস্কার গ্রহণ কররেন শাহরুখ খান।