05/08/2025 কাশ্মীরে সেনাবাহিনীর গাড়িতে হামলায় ২ ভারতীয় সৈন্যসহ নিহত ৪
odhikarpatra
২৫ অক্টোবর ২০২৪ ১৮:৫১
ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের গুলমার্গের কাছে সেনাবাহিনীর গাড়িতে হামলার ঘটনায় দুই সেনাসদস্যসহ ৪জন নিহত হয়েছে। কর্মকর্তারা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার বিকেলে এই হামলার ঘটনা ঘটে।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পিটিআই জানিয়েছে, সেনাবাহিনীর গাড়িটি গুলমার্গের কাছে বোটপাথরি এলাকায় পৌঁছলে ‘সন্ত্রাসীরা’ অতর্কিত হামলা চালায়। ‘সন্ত্রাসীদের’ হামলার জবাবে নিরাপত্তা বাহিনীও পাল্টা হামলা চালায়।
এই ঘটনায় আরো ৩ সৈন্য আহত হয়েছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় নিহত দুই বেসামরিক ব্যক্তি সেনাবাহিনীর পোর্টার( লাগেজ বহনকারী) হিসেবে কাজ করত।
জম্মু ও কাশ্মীরে এক শ্রমিককে গুলি করে আহত করার কয়েক ঘণ্টা পর এই হামলা হল। আহত ব্যক্তির নাম প্রীতম সিং। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা।
গত ৭২ ঘণ্টায় কেন্দ্র শাসিত অঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা এটি। তিন দিন আগে সেখানে ৬ নির্মাণ শ্রমিক ও এক চিকিৎসককে হত্যার ঘটনাও ঘটে।
এদিকে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি জানান, ‘উত্তর কাশ্মীরের বোটপাথরি এলাকায় সেনাবাহিনীর গাড়ির ওপর হামলা খুবই দুঃখজনক।
এই হামলায় হতাহতের ঘটনাও ঘটেছে। কাশ্মীরে সাম্প্রতিক হামলার এই ঘটনাটি গভীর উদ্বেগের বিষয়।’
তিনি বলেন, ‘আমি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা প্রাণ হারিয়েছেন তাদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমি আহতদের আশু আরোগ্য কামনা করছি যাতে তারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’