12/15/2025 অভিবাসী নৌকাডুবিতে ইতালির ল্যাম্পেজুসা উপকুলে নিখোঁজ ২০
odhikarpatra
১ January ২০২৫ ১৯:২৯
ইতালির ল্যাম্পেজুসা উপকূলে মঙ্গলবারের নৌকাডুবির ঘটনায় ২০ জন অভিবাসী নিখোঁজ, খবর এএফপি’র। এখন পর্যন্ত সাতজনকে উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে আট বছরের এক সিরিয় শিশু রয়েছে।
ইতালীয় বার্তা সংস্থা এএনএসএ জানায়, নিখোঁজদের মধ্যে পাঁচ জন নারী এবং তিন জন শিশু রয়েছে। যাদের মাঝে সিরিয় ঐ শিশুটির মাও আছে।
নৌকাটি লিবিয় উপকূল থেকে ছেড়ে আসে। উদ্ধার হওয়া মানুষদের মাঝে দু’জন সিরিয় পুরুষ, একটি সিরিয় শিশু, দু’জন সুদানি এবং দু’জন মিশরিয় আছে।
দেশটির কোস্টগার্ড এবং পুলিশ উদ্ধার অভিযান পরিচালনা করছে। যদিও তারা এ বিষয়ে কোন মন্তব্য করেনি।
ল্যাম্পেজুসার মেয়র ফিলিপ্পো ম্যানিনিও আশা প্রকাশ করে বলেছেন এই ধরনের ট্র্যাজেডির যেন এটাই সর্বশেষ হয়।