05/06/2025 শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে : সরকারি দল
Mahbubur Rohman Polash
১২ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০১
রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্যরা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য, গতিশীল ও রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
গত ৯ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ মো. শাহাব উদ্দিন সমর্থন করেন।
গত ৭ জানুয়ারি দশম জাতীয় সংসদের ১৯তম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে এ ভাষণ দেন।
রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ ২৫তম দিনে শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, হুইপ শহীদুজ্জামান সরকার, সরকারি দলের শামছুন নাহার বেগম, ছবি বিশ্বাস, জাতীয় পার্টির নূরুল ইসলাম মিলন ও শাহনারা বেগম আলোচনায় অংশ নেন।
শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় ও মানবিক সহায়তা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘসহ আন্তর্জাতিক পর্র্যায়ে প্রশংসিত হয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ৩ হাজার ২শ’ মেগাওয়াট থেকে বিদ্যুৎ উৎপাদন ১৬ হাজার মেগাওয়াটে উন্নীত করেছে। ফলে দেশে এখন বিদ্যুতের লোডশেডিং নেই। যোগাযোগ খাতে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। সারসহ কৃষি উপকরণের সহজ প্রাপ্তির ফলে খাদ্য উৎপাদনে দেশ এখন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদার করা হয়েছে।
তিনি বলেন, কারিগরি শিক্ষায় দক্ষ জনবল তৈরি করা হবে। সরকার দেশের জনবলকে জনসম্পদে পরিণত করতে কারিগরি শিক্ষার ওপর জোর দিয়েছে। ফলে এই সরকারের সময়ে দেশে কারিগরি শিক্ষার বিস্তার ঘটেছে। প্রতিটি প্রতিষ্ঠানে যাতে কারিগরি শিক্ষা লাভ করতে পারে এই ব্যবস্থা করা হচ্ছে। বিদেশগামী কর্মীদের দক্ষ ও প্রশিক্ষিত করে বিদেশ পাঠানো হচ্ছে। এতে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, একটি চক্র সরকারকে বিব্রত করতে প্রশ্নপত্র ফাঁস করছে। এদের চিহ্নিত করা হয়েছে। এই চক্রকে ধরতে সরকার কাজ করছে। তিনি বলেন, নৈর্ব্যত্তিক প্রশ্নের কারণে প্রশ্নপত্র ফাঁস বেড়ে গেছে। তাই সরকার নৈর্ব্যত্তিক প্রশ্ন পদ্ধতি বাদ দেয়ার চিন্তা-ভাবনা করছে।
হুইপ শহীদুজ্জামান সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের সংগ্রামের পথ ধরে তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা রক্ষা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা, কিন্তু তাঁর রক্তের উত্তরসুরি শেখ হাসিনা বাংলাদেশকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। তাঁর নেতৃত্বে ২০২১ সালের আগেই ২০১৯ সালের মধ্যে মধ্যম আয়ে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।’
শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে আদালত আইন অনুযায়ী রায় দিয়েছেন।
বিরোধী দলের সদস্যরা বলেন, সমাজে সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি, বেকার সমস্যা সমাধান ও বৈষম্য নিরসনে রাষ্ট্রপতি তাঁর ভাষণে সুস্পষ্ট কোন দিক-নির্দেশনা দেননি।
তারা বলেন, দেশে বিনিয়োগ ব্যবস্থাপনায় তেজীভাব নেই, শেয়ার বাজারে লুটপাট হয়েছে, ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার এখনো সুরাহা হয়নি, রাষ্ট্রপতির ভাষণে এ ব্যাপারে কোন কথা নেই।
প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার মান বাড়িয়ে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে উল্লেখ করে তারা বলেন, শিক্ষা বিভাগকে দুর্নীতিমুক্ত করতে হবে এবং প্রশ্নপত্র ফাঁস রোধে সৎ ও নিষ্ঠাবান লোকদের এ কাজের দায়িত্ব দিতে হবে।-খবর বাসসের