05/06/2025 নেতাকর্মীদের মিলন ভালোবাসার পরিপূর্নতার অনন্য উদাহরণ যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট
Mahbubur Rohman Polash
১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৯:২৭
আমাদের অধিকারপত্র ডটকমঃ আজ বিশ্ব ভালবাসা দিবস। রাজধানীর কাকরাইলের রাজমনি সিনেমা হলের সামনে দিয়ে যাওয়ার সময় পথচারী সাধারন মানুষ আশ্চর্য হয়ে অবোলোকন করল অনন্য এক দৃশ্য।
হাজারো মানুষের হাতে ফুলের তোরা, সকলেই যেন অপেক্ষা করছে তার প্রিয় মানুষকে ফুল দিয়ে ভালোবাসার কথা জানানোর জন্য। যেখানে রাজধানীর অন্যান্য জায়গায় দেখা যায় কপোত-কপতি একে অন্যকে ফুলদিয়ে শুভেচ্ছা জানাচ্ছে, তার মধ্যে এখানে এত যুবক ফুল দিবে কাকে ?
কৌতুহলী মানুষের মন, তাই কৌতুহল ধরে রাখতে পারলাম না, একজনকে জিজ্ঞাসা করতেই বলল আমাদের প্রিয় সম্রাট ভাই ভালোবাসে তার কর্মীদের, তাই তিনি আমাদের সাথে ভালোবাসা দিবসে শুভেচ্ছা বিনিময় করবে তার কথা শেষ হতে না হতেই দেখলাম হাত তালীর শব্দ, সিনেমার নায়কের মত সুদর্শন এক যুবক গোলাপের পাপরি ছুরে দিচ্ছে তার কর্মীদের মাঝে, কর্মীরাও সম্রাট ভাই কে ভালোবাসি বলে স্লোগান দিচ্ছে ও ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানাতে লাগে , ইসমাইল চৌধুরী সম্রাট সাধারন কর্মীদের মাঝে চলে গেলেন সবার সাথে ছবি তুলেন, কর্মীরা সেলফী তুলতে লাগলো , তারপর ইসমাইল চৌধুরী সম্রাট কর্মীদের উদ্দেশ্য বললেন, কর্মীরাই আমার প্রাণ, তোমরাই আমার শক্তি, তোমাদের ভালোবাসা আমার প্রাণের স্পন্দন, তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ।
তারপর নগর নেতা সৈয়দ মারশীদ শুভ কে ভালোবাসার একটি গান গাইতে বলেন গানের সাথে সবাই করতালী শিষ বাজিয়ে উৎসাহিত করেন ।
তারপর ইসমাইল চৌধুরী সম্রাট সবাইকে নিজ হাতে মিষ্টি খাওয়ান , উল্লেখ্য ইসমাইল চৌধুরী সম্রাট প্রতিটি অনুষ্ঠান কর্মীদের সাথে উদযাপন করে থাকেন এবং সবসময় কর্মীদের খোঁজ খবর রাখেন।
প্রতি ঈদে এবং বিভিন্ন ওকেশনে নেতাকর্মীদের বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে থাকেন , আর কর্মীরাও তার জন্য যেকোনো সময় জীবন বাজী রাখতে প্রস্তত।
এজন্য মহানগর যুবলীগের অন্যতম সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, ইসমাইল চৌধুরী সম্রাট কে যুববন্ধু উপাধীতে ভুষিত করেন যা সর্ব মহলে গ্রহন করে এবং ইসমাইল চৌধুরী সম্রাটের নামের আগে যুববন্ধু লাগিয়ে তাদের ভালোবাসা ব্যক্ত করে ।
আজকে ঢাকা মহাগর দক্ষিন যুবলীগের সভাপতি যুববন্ধু সম্রাটের সাথে কাকরাইল যুবজাগরন অফিসে ওয়ার্ড ও থানা নেতা কর্মীদের সাথে ভালোবাসা শুভেচ্ছা বিনিময় করেন মহাগর দক্ষিন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা , সহ-সভাপতি মাইনউদ্দিন রানা , সোহরাব হোসেন সপন ,সারোয়ার হোসেন মনা , আনোয়ার ইকবাল সান্টু ,নাজমুল হোসেন টুটুল , মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ , মুরসালিন আহমেদ , যুগ্ম সাধারন সম্পাদক জাফার হোসেন , সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু , ইব্রাহিম খলিল মারুফ, মাকসুদুর রহমান , প্রচার সম্পাদক আরমান হোসেন বাবু , সাস্থ্য সম্পাদক সৈয়দ মারশিদ শুভ, সদস্য আলতাফ হোসেন সহ আরো অনেকে।