05/10/2025 প্রযুক্তির উন্নয়নে বিলুপ্তির পথে গরুর হাল
Mahbubur Rohman Polash
১৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:৩১
জাহাঙ্গীর আলম: গ্রাম বাংলার ঐতিহ্যের সেই ছবি আজ কমই চোখে ভাসে। ভোরে কৃষকদের গরুর সঙ্গে লাঙ্গল ও জোয়াল কাঁধে নিয়ে জমি চাষ করার জন্য মাঠে যাওয়ার সেই দৃশ্য।
কালের আবর্তে হারিয়ে যেতে বসেছে জমিতে গরু দিয়ে হাল-চাষ করা। আধুনিকতার স্পর্শে ও বিজ্ঞানের নতুন নতুন আবিস্কারের ফলে কৃষিতে এসেছে নানা পরিবর্তন।
তাই আর মাঠে গান গেয়ে গরু দিয়ে জমি চাষ করতে দেখা যায় না কৃষকদের।
কৃষি প্রধান বাংলাদেশের হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে লাঙ্গল-জোয়াল। চিরায়ত বাংলার রুপের সন্ধান করতে গেলে এই দুই কৃষি উপকরণের কথা যেমন অবশ্যই আসবে, তেমনি আসবে হালের গরুর কথাও।
আধুনিকতার সঙ্গে সঙ্গে হাল চাষের পরিবর্তে এখন ট্রাক্টর বা পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করার প্রচলন এসেছে। ২০ বছর আগেও কৃষকেরা গরু দিয়ে হালচাষ করতো। হাল চাষ করেই সংসার চালাতো।
কিন্তু ধীরে ধীরে পাওয়ার ট্রিলারের প্রচলন হওয়ায় গরু দিয়ে হাল চাষের প্রচলন আর নেই বললেই চলে। অল্প সময়ে বেশি জমি চাষ করতে সক্ষম হওয়ায় জমির মালিকরা এখন পাওয়ার ট্রিলার ও ট্রাক্টর দিয়ে জমি চাষ করে নিচ্ছেন। কিন্ত্র এক সময় এই গরুর হাল ছিল একমাত্র মাধ্যাম।
আধুনিক প্রযুক্তির প্রসারের ফলে কৃষি ক্ষেত্রে অনেক সাফল্য এসেছে ঠিকই তবে হারিয়ে গেছে অনেক ঐতিহ্য । গোখাদ্যর মূল্য বৃদ্ধি, গো-চারন ভূমীর সল্পতার কারনে গরু পালন ছেড়ে দিয়েছে অনেকে কৃষকরাই। এভাবেই নানা কারনে বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্য গরুর হাল।